রাজু ছয় হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
Published : 21 May 2024, 08:18 PM
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজু।
মঙ্গলবার দিনভর ইভিএমে ভোট শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা আকতার আনাসর প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫৩৪ ভোট।
রাজু ছয় হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
পেকুয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩০০ জন। ৪৪টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।