উদ্ধার করা ভিজিএফের চালগুলো তালঘড়ি ইউনিয়ন পরিষদের বলে ধারণা পুলিশের।
Published : 16 Apr 2023, 06:45 PM
মাগুরার শালিখা উপজেলা থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ; এতে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার মধ্যরাতে তালঘড়ি ইউনিয়নের টিওরখালী গ্রামের নসিমন চালকের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে শালিখা থানার ওসি মো. মোশারফ হোসেন জানান।
আটকরা হলেন নসিমন চালক হাসান আলী ও খয়ের মণ্ডল।
ওসি মোশারফ হোসেন জানান, গোপন খবর পেয়ে রাত ১২টার দিকে নসিমন চালক হাসান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
“ঘটনাস্থল থেকে ৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। সেইসঙ্গে এতে জড়িত নসিমন চালক হাসান আলী ও খয়ের মণ্ডলকে আটক করা হয়।”
ওসি বলেন, আটকরা জানিয়েছেন – তালঘড়ি বাজারের ধান-চাল ব্যবসায়ী রাজু সিকদার ইউনিয়ন পরিষদ থেকে চাল নেওয়ার জন্য তাদের নসিমন দুটি ভাড়া করেন। তার কথামতো নসিমনে করে এসব চাল বহন করেন তারা।
“তবে উদ্ধার করা ভিজিএফর চালগুলো তালঘড়ি ইউনিয়ন পরিষদের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আটক দুইজনের নামে মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে তালঘড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন মণ্ডল বলেন, “ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার। এরই মধ্যে ছয়টি ওয়ার্ডে চাল বিতরণ করা হয়েছে।
“বাকি তিন ওয়ার্ডের চাল পরিষদে মজুদ রয়েছে। তবে উদ্ধার করা ৫৬ বস্তা চাল কোন ইউনিয়নের কিংবা কীভাবে উদ্ধার হয়েছে আমি কিছু জানি না।”