পুলিশ জানায়, সংশ্লিষ্ট আইনে সোহেল রানার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Published : 10 Feb 2025, 05:29 PM
ঠাকুরগাঁও শহরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে পৌর শহরের গোবিন্দনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি শহিদুর রহমান জানান।
গ্রেপ্তার সোহেল রানা (৩৩) গোবিন্দনগর এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷
ওসি শহিদুর বলেন, “আমরা খবর পাই সোহেল রানার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। তার পরিপ্রেক্ষিতে ভোরে তার বাড়িতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
“পরে বাড়ি তল্লাশি করলে সোহেল রানার শোবার ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এরপর পিস্তল উদ্ধার করে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।”
সংশ্লিষ্ট আইনে সোহেল রানার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।