জেলেদের জন্য বরাদ্দ দেওয়া চাল আত্মসাতের মামলায় চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এ আদেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিত রায় চৌধুরী বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের নির্দেশে এই মামলাটি করেছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
গত ১৮ মে সংশ্লিষ্ট এলাকার জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণ করতে গিয়ে সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান চালের পরিমাণ হেরফের হওয়ার প্রমাণ পান।
বিষয়টি ইউএনওকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ইউনিয়ন পরিষদ এবং লাগোয়া খাদ্য গুদাম সিলগালা করে দেয়। ওই ঘটনার পর গা ঢাকা দেন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি।
এই মামলার আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব জানান, ৫৩.৬৮০ মেট্রিক টন চাল আত্মসাতের মামলায় শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনিকে কারাগারে পাঠানো হয়েছে।