এর বাজারমূল্য প্রায় এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা বলে জানায় বিজিবি।
Published : 07 Jul 2024, 06:51 PM
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বিজিবি।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা (২৬) স্থানীয় মো. শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচারের গোপন
খবরে বিজিবির একটি দল সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অবস্থায় নেয়।
আশরাফুল হক আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে বড় একটি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি সাড়ে ৬৭ গ্রাম।
এর বাজারমূল্য প্রায় এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে সদর থানায় মামলার পর সোনার বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।