তিন দিন আগে একই ধরনের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে শোকজ করা হয়েছিল।
Published : 27 Aug 2024, 07:23 PM
দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে।
রোববার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিস দেওয়া হয়। অনুলিপির মাধ্যমে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে।
শোকজ পাওয়া রেজাউল করিম রেজা সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।
নোটিসে বলা হয়েছে, ৫ অগাস্ট সরকার পতনের পর রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও জবর দখলের অভিযোগ উঠে। এ ছাড়া তার বিরুদ্ধে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে জবর দখল, নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
তার এই কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এমন বিতর্কিত কর্মকাণ্ড সংগঠন পরিপন্থি হিসেবে চিহ্নিত করেছে সদর থানা বিএনপি।
এর আগে ২৪ অগাস্ট একই ধরনের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খানসহ বিএনপির তিন নেতাকে শোকজ করেছিল জেলা কমিটি।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ নেতাকে শোকজ বিএনপির