ধাক্কা খেয়ে সামনের বাসটি একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বলে জানায় পুলিশ।
Published : 02 Dec 2024, 07:05 PM
গোপালগঞ্জ সদরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে আরেক বাসের ধাক্কায় দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা।
নিহতরা হলেন- সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে বাস মালিক ইলিয়াস কাজী (৫৫) এবং যশোরের মনিরামপুর উপজেলার ভ্যানচালক (ফেলিওয়ালা) মাসুম মিয়া (৪৫)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আরিফুল হক জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী ‘মা এন্টারপ্রাইজের’ একটি লোকাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া লোকাল বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ইলিয়াস কাজীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই রোমান মোল্লা বলেন, খবর পেয়ে সোহাগ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুজনের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।