ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।”
Published : 19 Jun 2024, 11:54 AM
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার গভীর রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার বেনশালে এই দুর্ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান।
নিহতরা হলেন- উপজেলার আধারা ইউনিয়নের তাঁতি কান্দী গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৫) এবং মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)।
এ ছাড়া আহত মো. সোহাগ (২৬) উপজেলার বানিয়াল মহেশপুরের মনির হোসেনের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। গভীর রাতে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক নাসির ঘটনাস্থলেই মারা যান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোকসেদ গাজীকে মৃত ঘোষণা করেন।
ওসি মোল্লা সাহেব আলী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।”