আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জানান, ৩২ আসামির মধ্যে ২৯ জন জামিন নিতে গেলে ছয়জনকে কারাগারে পাঠানো হয়।
Published : 04 Feb 2024, 06:52 PM
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার ৩২ আসামির মধ্যে গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. কাবির মিয়াসহ ২৯ জন রোববার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে গিয়ে জামিন চান বলে জানান সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. ইউসুফ।
ইউসুফ জানান, ২৩ জনের মঞ্জুর হলেও কাবিরসহ ছয়জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ওই আদালতের হাকিম মো. ফিরোজ মামুন।
গত ৩০ জানুয়ারি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার গাড়িচালকসহ তিনজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে।
ওইদিন রাতে টুটুল বাদী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়াসহ ৩২ জনের নামে মুকসুদপুর থানায় মামলা করেন।
মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এ হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।