লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনে ওই কিশোর কাটা পড়ে বলে জানায় পুলিশ।
Published : 07 Jun 2024, 07:21 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন।
নিহত আব্দুল কাইয়ুম (১৮) উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এসআই মোমেন জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
কাকিনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. আতাউজ্জামান রঞ্জু বলেন, “ছেলেটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি তাকে চিনতাম। সে অত্যন্ত ভালো ছিল।”
এ ঘটনায় জিআরপি থানাকে অবগত করা হয়েছে; তারা পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির।