আটকরা দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা।
Published : 03 Oct 2024, 11:26 PM
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় নীলফামারীর ডিমলা উপজেলা সীমান্ত থেকে চার যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার মধ্যরাতে উপজেলার কালীগঞ্জ সীমান্তের নামাজি পাড়া থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি (রংপুর ব্যাটালিয়ন-৫১) কালিগঞ্জ বিওপির হাবিলদার মো. ফারুকুজ্জামান।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি আটক চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান ডিমলা থানার পরিদর্শক ফজলে এলাহী।
আটকরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার খামাতপাড়া গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), একই এলাকার বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দুর্গা রায়ের ছেলে তপন রায় (২১) এবং কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায়।
বিজিবির ফারুকুজ্জামান জানান, রাত পৌনে ১২টার দিকে নামাজি পাড়া গ্রামের ৭৯৪ নম্বর প্রধান পিলারের একশ গজ দূরে ওই চার যুবককে দেখা যায়। অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, আটকদের কাছ থেকে ২৫ হাজার ১৭০ টাকা ও ১৬০ ভারতীয় রুপি, দুটি এনআইডি কার্ড, একটি জন্মনিবন্ধন, দুটি স্মার্ট মোবাইল ফোন, চারটি সিম, মোবাইল ফোনের দুটি চার্জার ও একটি হেডফোন জব্দ করা হয়েছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার অপরাধে আটকদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
পুলিশ পরিদর্শক ফজলে এলাহী বলেন, সন্ধ্যায় কালিগঞ্জ বিওপির হাবিলদার ফারুকুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হবে।