জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়, বলছে পুলিশ।
Published : 13 Feb 2025, 10:31 AM
অপারেশন ডেভিল হান্টে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন-উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (২৫) ও সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল করিম (৪২), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের যুবলীগ সদস্য এ কে এম কামরুজ্জামান মানিক (৪৭) এবং ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান বাবলু (৬০)।
পুলিশ সুপার বলেন, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রামেও জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের বৃহস্পতিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হবে বলে জানান তিনি।