পুলিশ পিছু হঠলে আন্দোলনকারীরা থানায় হামলা করে; একপর্যায়ে বিক্ষোভরত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
Published : 05 Aug 2024, 03:37 PM
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগায়ের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট, কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ পিছু হঠলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভরত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন- উপজেলার যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাঝের মহল্লা গ্রামের আব্দুন নূরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও মহল্লার শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালহানি মহল্লার নয়ন মিয়া (১৮), যাতুকর্নপাড়া মহল্লার আব্দুল রউফের ছেলে তোফাজ্জ্বল (১৮), পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, “এখনও পরিস্থিতি উত্তপ্ত। কথা বলার সুযোগ নেই।”
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ছয়জন মারা গেছেন।