খুলনায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়নকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর কথা স্বীকার করেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 06:10 PM
Updated : 13 August 2022, 06:10 PM

খুলনায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে খুলনা শহরের দারুস সালাম মহল্লার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান।

নিহত নয়ন জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালি গ্রামের কবীর হোসেনের ছেলে।

ওসি মমতাজুল হক বলেন, শুক্রবার রাত ২টার দিকে শহরের ময়ূরী সেতু এলাকা থেকে অটোরিকশাসহ হৃদয় ও নয়ন নামে দুইজনকে আটক করে হরিণটানা থানার পুলিশ। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। নিহত নয়ন, আটককৃত নয়ন ও হৃদয় পূর্বপরিচিত।

“জিজ্ঞাসাবাদে আটককৃতরা অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার দায় স্বীকার করলে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে হরিণটানা থানার পুলিশ।”

তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন জানিয়ে ওসি বলেন, “শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে তারা ঘুরতে বের হন। পরে নয়নকে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় লাশ লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন দুইজন। পথে পুলিশ তাদের গতিরোধ করে। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় থানায় নিয়ে যায় পুলিশ।”

ওসি বলেন, শনিবার বিকালে মহানগর হাকিম সুমী আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হৃদয় ও নয়ন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।