মিছিলটি বটতলা এলাকায় পৌঁছলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
Published : 31 Jul 2024, 08:31 PM
কয়েক দফা পুলিশের বাধা উপেক্ষা করে গাজীপুর শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। যদিও কিছু দূর যাওয়ার পর পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময়ে কয়েকজন আটক করা হয়েছে বলে ছাত্ররা অভিযোগ করেছেন।
বুধবার দুপুরে আন্দোলনকারীরা গাজীপুর শহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষিপ্ত মিছিল বের করে।
মিছিলটি শিববাড়ির দিকে অগ্রসর হলে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীরা যোগ দেন।
পরে মিছিলটি শিমুলতলী রোড হয়ে বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। এ সময় তারা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন৷
শিক্ষার্থীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষিপ্ত মিছিল করেছে শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
এ সময়ে পুলিশ খবর পেয়ে সেখানে সড়কের দুপাশ থেকে বাধা দেয়। পরে শিক্ষার্থীরা দুপুরে গাজীপুর শহরের রেল ক্রসিং এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এ সময়ে আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি শিববাড়ি হয়ে শিমুলতলীর ডুয়েটের দিকে যেতে থাকে।
মিছিলটি ওই সড়কের বটতলা এলাকায় পৌঁছলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে গাজীপুরে ডুয়েট, শিববাড়ি মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নেয়।
শিক্ষার্থীরা জানান, হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে শহরেই অবস্থানের কথা ছিল।
তবে পুলিশের চেক পোস্ট থাকায় সেটি তারা করতে পারেনি।
গ্রেপ্তারের ভয়ে ডিসি অফিসের পশ্চিম দিকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এদিকের মিছিলে অংশ নিতে পারেনি।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো. নাজির আহমেদ খান বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা হয়নি।
তিনি বলেন, সম্প্রতি কোটা নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার বিভিন্ন ঘটনায় গাজীপুর মহানগরে বিভিন্ন থানায় এ যাবত ৪২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০ হাজারের মত আসামি রয়েছেন। তাদের মধ্যে বুধবার দুপুর পর্যন্ত ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।