পুলিশের ধারণা, লাশটি উজান থেকে ভেসে এসেছে।
Published : 22 Sep 2024, 07:19 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে এক তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান।
মেয়েটির বয়স ১৮ থেকে ২০ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি মাহমুদ বলেন, “সকালে কৃষকরা কাজ করতে গিয়ে তিস্তা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তখন সেখানে উপস্থিত স্থানীয় লোকজন কেউ মেয়েটিকে চিনতে পারেনি। ফলে ধারণা করা হচ্ছে, লাশটি উজান থেকে ভেসে এসেছে।”
এ পুলিশ কর্মকর্তা বলেছেন, “মেয়েটির হাতে মেহেদী রাঙা এবং তাতে আই লাভ ইউ লেখা ছিল। তার দুই হাত পেছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা, পরনে কালো বোরকা এবং মুখ ঝলসানো ছিল।”
পরিচয় মুছে দিতে এসিড অথবা কোন দাহ্য কিছু দিয়ে তার মুখ ঝলসে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ধারণা ওসির।
তিনি বলেন, মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।