“শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।”
Published : 26 Dec 2024, 03:42 PM
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রার ‘হারডি’ পোশাক কারখানার’ শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন বলে নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. রইস উদ্দিন জানান।
এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়; দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ওসি রইস উদ্দিন বলেন, “দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়।”
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “বেলা সাড়ে ১২ টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”