এসআই ছেলে ছুটি নিয়ে অসুস্থ বাবাকে দেখতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।
Published : 19 Sep 2024, 09:46 PM
ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। ছেলের মৃত্যুর খবর শুনে বাড়িতে থাকা বাবাও মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই এমএ নোমান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনকান্দা এলাকায় বাইক দুর্ঘটনায় ঢাকা মহানগর পুলিশের এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
শরিফুল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে থাকা অসুস্থ নজরুল ইসলামও মারা যান বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয়রা বলেন, বাবা অসুস্থ তাই এসআই শরিফুল ইসলাম পাঁচ দিনের ছুটি নিয়ে বাইকে বাড়ি যাচ্ছিলেন।
পথে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে উপজেলার বামনকান্দা এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই মারা যান এসআই শরিফুল।
ছেলের মৃত্যুর খবর শুনে বাবা নজরুল ইসলাম বাড়িতে মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নোমান বলেন, “নিহত এসআই শরিফুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”