“শেখ হাসিনার সব কল্যাণমূলক কর্মসূচি সারা পৃথিবী অনুসরণ করছে। সুতরাং আমরা অনেক ভালো আছি।”
Published : 23 Feb 2024, 01:42 AM
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে বেকারদের জন্য ভাতার ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার।
শনিবার বিকালে ফরিদপুরের মধুখালীর কোরকদি ইউনিয়নে নৌকাবাইচের আয়োজনে এ কথা বলেন তিনি।
লিয়াকত বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করবে। শুধু বৃদ্ধদের জন্য নয়, বেকারদের জন্যও কল্যাণমূলক ভাতা আসছে।
“শেখ হাসিনার সব কল্যাণমূলক কর্মসূচি সারা পৃথিবী অনুসরণ করছে। সুতরাং আমরা অনেক ভালো আছি। বিশ্ব আজ যুদ্ধের কারণে বিপর্যস্ত, তার মধ্যেও আমরা ভালো আছি। দেশে দারিদ্র্য, ভিক্ষুক, বেকার সমস্যা থাকবে না।”
শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, “বিদেশিরা এসে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না।”
বর্তমান সরকারকে ‘জনবান্ধব’ উল্লেখ করে ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, “প্রধানমন্ত্রীর অদম্য ইচ্ছা, সাহসিকতা এবং আপোসহীন দৃঢ় মনোভাবের কারণে উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তারা আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেবে।”
শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী করতেও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, “মাদক, সন্ত্রাস না থাকে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]