এর আগে সহকারী অধ্যাপক রুবেলকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলে, তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা দেখান।
Published : 17 Sep 2024, 07:14 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদুল আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে অন্য সুবিধা ভোগ করবেন।
জাবির নতুন ভিসি অধ্যাপক কামরুল
৭ অগাস্ট অনলাইনে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেলকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদুল আলমকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।