সড়কের উপর দিয়ে যাওয়া ড্রেজারের পাইপ আবার মাটি দিয়ে ঢেকে দেয়ায় স্পিডব্রেকারের চেয়ে উঁচু হয়েছে।
Published : 26 Oct 2024, 10:50 AM
মানিকগঞ্জ সদরের কাজিকোলায় সড়কে উচুঁ হয়ে থাকা ড্রেজার পাইপে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বালিরটেক চেগারঘোনা বেড়িবাঁধ সড়কের হাটিপাড়া ইউনিয়নের কাজিকোলায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানা ওসি এসএম আমানউল্লাহ।
নিহত রবিন খান (২৩) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
রবিনের প্রতিবেশি মোমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজিকোলায় বালিরটেক-বেড়িবাঁধ সড়কের উপর দিয়ে ড্রেজারের পাইপ নেয়ায় সড়কে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। সেই পাইপ আবার মাটি দিয়ে ঢেকে দেয়ায় স্পিড ব্রেকারের চেয়ে উঁচু হয়েছে। রবিন বাইক চালিয়ে আসার সময় তেমনি একটি ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
রবিনের মামা কাইয়ূম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পরে রবিনকে প্রথমে মানিকগঞ্জে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার শ্যামলীতে একটি হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে সে মারা যায়।
মানিকগঞ্জ সদর থানা ওসি এসএম আমানউল্লাহ বলেন, কাজিকোলায় গুরুতর আহত রবিন খানকে ঢাকায় নেওয়া হয় বলে খবর পেয়েছি। তবে তার মৃত্যুর তথ্য এখনো পাইনি, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।