“বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয়।”
Published : 30 Dec 2024, 04:39 PM
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের বাগান থেকে বনকর্মীসহ ১৯ জন শ্রমিক অপহরণের খবর পাওয়া গেছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয় বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান।
অপহৃতদের মধ্যে তিনজন বনকর্মী; বাকি ১৬ জন শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ইউএনও এহসান উদ্দিন বলেন, “জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে বনবিভাগের ১৯ জন সেখান যান। এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন।”
“খবর পেয়ে বনবিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।”
বন কর্মকর্তা আবদুর রশিদ বলছেন, “বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র্যাবসহ স্থানীয় জনগণ পাহাড়ে অভিযান চালাচ্ছে।”
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদগিয়াস উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করছে।”
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন সীমান্ত পরিদর্শনে টেকনাফ রয়েছেন।