পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে একজন আরেকজনের পেটে চাকু ঢুকিয়ে দেন বলে জানায় পুলিশ।
Published : 21 Mar 2024, 09:21 PM
নওগাঁর মান্দা উপজেলায় ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের এক বেয়াইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী।
নিহত আজিবর রহমান (৫০) উপজেলার ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা। আটক দেলোয়ার হোসেন (৫০) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। তারা ভালোবেসে বিয়ে করায় তখন থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শী নিতাই চন্দ্র বলেন, দেলোয়ার হোসেন একজন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেন বলে জানান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোজাম্মেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।