স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্ধুকে নিয়ে তার বড় ভাইয়ের দোকানে চা খেতে গিয়েছিলেন ওই যুবক।
Published : 25 Mar 2024, 10:35 AM
ফেনীর সোনাগাজীতে চায়ের দোকানে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ।
নিহত মো. আবির হোসেন ছোটন (২৩) উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের কালা মিয়া ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে সমবয়সি আরিফুর রহমানের সঙ্গে ছোটনের বন্ধুত্বের সম্পর্ক।
দুজন রোববার রাতে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরিফের বড় ভাই মো. নিলয়ের চায়ের দোকানে যান। সেখানে পুরোনো একটি ঘটনার জেরে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে ছোটনের পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে ছোটন মাটিতে লুটিয়ে পড়লে আরিফ পালিয়ে যান।
স্থানীয়রা উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত ঘোষণা করেন।
ওসি সুদ্বীপ রায় পলাশ আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ১৬/১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।