ইসমাইল হোসেনের মৃত্যুতে তার ছেলে বাদী হয়ে সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
Published : 17 May 2023, 07:01 PM
টাঙ্গাইলের সখিপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ইসমাইল হোসেন হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন সখিপুর উপজেলার কালোমেঘা মধ্যপাড়া গ্রামের জাকারিয়া মোল্লা (৩২) ও তার ভাই এনামুল মোল্লা (৩০)।
বুধবার পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়া গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে মো. আজিজুল হক মোল্লা ও তোফাজ্জল হোসেন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল।
“গত রোববার জমিটি দখলের চেষ্টা করা হলে ইসমাইল হোসেন বাধা দেন। এ সময় তার উপর হামলা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওই ঘটনায় ইসমাইল হোসেনের ছেলে মো. মামুন মোল্লা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে একদল র্যাব সদস্য ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে। এর আগে ওই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আজিজুল হক মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই ভাইকে সখিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।