মাদক মামলায় ডিএমপির কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

কনস্টেবলের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৩৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 02:39 AM
Updated : 2 March 2024, 02:39 AM

মাদক মামলায় ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।

সোমবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই এনামুল হক।

গ্রেপ্তাররা হলেন- কনস্টেবল মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী শিমু আক্তার (৩০)। মিজানুর ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের বাসিন্দা।

মামলায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার র‌্যাব-৮ এর একটি দল নগরীর রূপাতলী এলাকা থেকে কনস্টেবল ও তার স্ত্রীকে আটক করে। পরে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৩৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন র‌্যাব-৮ এর ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মিজানুর ডিএমপিতে কর্মরত। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]