অটোরিকশার চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 19 Feb 2024, 12:14 PM
ফেনীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহকারী কর্মী নিহত ও যানটির চালক আহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকার প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী।
নিহত সাইদুল ইসলাম রনি (৩০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর দক্ষিণ আঁধার মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি ওই ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন। রনি দুই মাস আগে বিয়ে করেছিলেন।
আহত অটোরিকশা চালক জাহিদ আলম (২৭) সোনাগাজী উপজেলার নোয়াবপুরস্থ ফতেহপুর গ্রামের কবির আহম্মদের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকায় ওই ফিলিং স্টেশনে অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় বিকট শব্দে যানটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্টেশনের গ্যাস সরবরাহকারী সাইদুল ইসলাম ও অটোরিকশা চালক জাহিদ আলম গুরুতর আহত হন।
স্টেশনের অন্য কর্মীরা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক জাহিদ আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু বলেন, “দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি নতুন। এটি এখনো অনটেস্ট ছিল। ঘটনাটি আমাদের কোনো ভুলের কারণে ঘটেনি। এটির জন্য গাড়িটির কর্তৃপক্ষ দায়ী।”
ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রনির মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”