নির্বাচন উপলক্ষ্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।
Published : 31 Aug 2023, 06:56 PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক আছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত এলাকা বিবির বাজার বিওপি এবং সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি প্রধান বলেন, “নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, সন্ত্রাসীরা আসার চেষ্টা করে। সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র গোলাবারুদ যেন আসতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে আরও বেশি কাজ করা হচ্ছে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে।”
নির্বাচন উপলক্ষ্যে সীমান্ত নিরাপত্তা ছাড়াও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের জন্য বাহিনীটি প্রস্তুতি নিয়েছে বলে জানান একেএম নাজমুল হাসান।
বিবির বাজার সীমান্ত পরিদর্শনে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার বিজিবির মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে বিএসএফের পক্ষে থেকে বিজিবি মহাপরিচালককে মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।
বিজিবির মহাপরিচালক সেখানে উপস্থিত সব পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এর আগে সকালে বিজিবির মহাপরিচালক কুমিল্লা বিজিবির সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর বিজিবি মহাপরিচালক ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন মজুমদারহাট বিওপি, বিলোনিয়া আইসিপি ও মুহুরির চর পরিদর্শন করেন এবং সৈনিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।