এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
Published : 19 Feb 2025, 01:47 PM
নরসিংদীর শিবপুর উপজেলায় নিখোঁজের পরদিন এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।
সকালে এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
নিহত কবির আহমেদ (৩৫) উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের প্রয়াত আলীমুদ্দিনের ছেলে। তিনি শিবপুর বাজারের সদর রোডের একটি মার্কেটের কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কবির আহমেদ ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরেননি। পরদিন সকালে সেতুর পাশে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেতুর পাশে ফেলে রাখে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে ব্যবসায়ী নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে হত্যার প্রতিবাদ ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
ওসি আফজাল হোসেন বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।