“অধিকাংশ সময়ই সে পুলিশের পোশাক ব্যবহার করে ডাকাতি করতে যেত।”
Published : 15 Aug 2024, 09:51 PM
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১৯ মামলার আসামি এক ডাকাত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বিকে নগর সরকারি কলেজ সংলগ্ন মুন্সি কান্দি গ্রামের জলিল শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে শরীয়তপুরের (নড়িয়া সার্কেল) সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান।
নিহত ২৮ বছর বয়সী জসিম মোল্লা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আইয়ুম মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে এএসপি আহসান হাবিব বলেন, “গত বছর সেনেরচর উপজেলায় রিপন মোল্লা নামের একজনকে হত্যা করে আলোচনায় আসে ডাকাত জসিম। সে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করতে গিয়ে পুলিশ ও র্যাবের হাতে ধরা পড়েছে।
“অধিকাংশ সময়ই সে পুলিশের পোশাক ব্যবহার করে ডাকাতি করতে যেত। তাছাড়া হত্যা মামলাসহ অন্তত ১৯ এর অধিক মামলা রয়েছে তার নামে।”
স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার বিকালে নগরীরর ৫ নম্বর দলিল শিকদারের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল ডাকাত জসিম। এ সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী প্রক্রিয়া হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”