চাকরির সুবাদে ওই নারী বহুতল ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন বলে পুলিশ জানায়।
Published : 17 Oct 2022, 07:29 PM
গাজীপুরের গাছা থানা এলাকার একটি ভবন থেকে এক নারী পোশাক কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরীর পূর্ব কলমেশ্বর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান।
নিহত মোসাম্মদ বিউটি আক্তার (৪০) শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের তহুর উদ্দিনের মেয়ে এবং আবুল কাসেমের স্ত্রী।
নিহতের স্বজনদের বরাতে ওসি ইব্রাহিম জানান, বিউটি আক্তার গাছা থানা এলাকার হান্নান নিটওয়্যার লিমিটেডে কোয়ালিটি ইন্সপেকশন বিভাগে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পূর্ব কলমেশ্বর এলাকার জনৈক জামাল উদ্দিন চৌধুরীর বহুতল ভবনের ৬তলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।
নিহতের ভাই মো. নুর হোসেন জানান, গত শনিবার দুপুরে বোনের সঙ্গে মোবাইল ফোনে শেষবারের মতো তার কথা হয়। এরপর যোগাযোগ করেও তাকে না পেয়ে সোমবার সকালে গাজীপুরে বোনের বাসায় গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান নুর। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় মো. রিয়াদ (২১) নামের এক তরুণের সহযোগিতায় দরজা ভেঙে কক্ষে ঢোকেন তারা। তখন কক্ষটির দক্ষিণ পাশের বারান্দায় প্লাস্টিকের চেয়ারে বোনকে মৃত অবস্থায় পান নুর হোসেন।
এ সময় তার বোনের মুখমণ্ডল ও বুকে রক্তের দাগ ছিল বলে জানান নুর হোসেন। পরে তিনি পুলিশে খবর দেন।
গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, বারান্দার দেয়ালে, শৌচাগারে, জামায়, মুখে ও বুকে রক্তের দাগ দেখা গেলেও তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, “তার কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। বিউটি আক্তার রক্তবমি করার এক পর্যায়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“সিআইডির ক্রাইমসিন বিভাগের কর্মকর্তা ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।”