খেলা শেষে শিশুটি বাড়ি ফেরার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল।
Published : 22 Jan 2025, 11:57 PM
কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশন সংলগ্ন গোদারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির ওসি সুকান্ত চক্রবর্তী।
নিহত তানজিম মোহাম্মদ আফসান (৬) হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী দক্ষিণ নাছর পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।
স্বজনদের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, বিকালে স্থানীয় কয়েকজন শিশু কক্সবাজার-টেকনাফ সড়কের খারাংখালী স্টেশনের দক্ষিণে গোদারপাড়ায় খেলাধুলা করছিল। সন্ধ্যার আগে আফসানসহ অন্য শিশুরা সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। তখন টেকনাফের দিক থেকে আসা একটি ট্রাক আফসানকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও তার সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা সুকান্ত বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।