২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।
Published : 11 Feb 2025, 12:19 AM
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টুকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বিচারিক হাকিম কাউখালী আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান।
রোববার রাতে পিরোজপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টুকে (৪৬) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
কাউখালী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়।
কাউখালী থানার ওসি সোলায়মান বলেন, “ওই মামলায় মিন্টু এজাহারভুক্ত আসামি নন; তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”