অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন হাজীগঞ্জ থানার ওসি।
Published : 31 Jan 2025, 11:26 PM
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ধান রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরশের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ওসি মো. মহিউদ্দিন ফারুক।
নিহত কৃষকের নাম সেলিম কবিরাজ (৪৫)। তিনি একই গ্রামের কবিরাজ বাড়ীর আবুল কালাম কবিরাজের ছেলে।
স্থানীয় বাসিন্দা ইমান হোসেন ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন বলেছেন, বুধবার বিকালে মাঠে ধান আগে-পরে রোপণ নিয়ে সেলিমের সঙ্গে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজ নামের দুই ব্যক্তির বাকবিতণ্ডা হয়। স্থানীয় লোকজন ওইদিন রাতেই মীমাংশা করে দেয়।
তারা বলেন, আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজ প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষ নেয় স্থানীয় বেশকিছু লোক। তারা পরিকল্পনা করে জুমার নামাজের আগে মসজিদের পাশে লাঠিসোঁটা এনে রাখে। নামাজের পরেই সেলিমের ওপর হামলা করে তারা।
সেলিমের ছেলে সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে শারমিন বলেন, প্রায় ৩০ জন মিলে সেলিমের ওপর হামলা করে।
হাজীগঞ্জ থানার ওসি মো. মহিউদ্দিন ফারুক বলেন, হত্যার ঘটনায় অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।