দেড় থেকে দুইশ মুরগি লুট হয়েছে; যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী।
Published : 07 Aug 2024, 11:20 PM
নাটোর সদর উপজেলায় প্রকাশ্যে এক ব্যসায়ীর দোকান থেকে মুরগি লুট করে নিয়ে গেছে একদল লোক।
বুধবার বেলা ১টার দিকে শহরের নীচা বাজারের মুরগি পট্টির মো. আলতাব হোসেনের দোকান থেকে এসব লুট হয়ে যায় বলে জানান ভুক্তভোগীর ছোট ভাই মো. শাহরিয়ার আহমেদ।
দেড় থেকে দুইশ মুরগি লুট হয়েছে; যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
মুরগি লুটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি খাঁচা থেকে মুরগি বের করে আশপাশের লোকজনের হাতে দিচ্ছেন।
শাহরিয়ার বলেন, “বেলা ১টার দিকে ২০ থেকে ৩০ জন লোক প্রথমে দোকানের পাশে একটি সিসি ক্যামেরা ও দোকানের ব্যানার ভাঙচুর করেন। পরে তারা খাঁচা থেকে মুরগী লুট করে নিয়ে যায়।”