“ঢাকায় নেওয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।”
Published : 17 Jun 2024, 12:45 PM
গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এসআই মো. আলামিন জানান, সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর নগরের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে ২৭ বছর বয়সী দেলোয়ার ও ২৫ বছর বয়সী রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত ২৪ বছর বয়সী নাজিম টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার মো. নাজিমের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বর্ণনায় এসআই আলামিন বলেন, “ঢাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে টঙ্গীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র ফ্লাইওভারের ওপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়।
“তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”
পরে ঢাকায় নেওয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান বলে জানান এসআই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, দেলোয়ার ও রাকিবের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।