নগরীর বাজার রোডের কাপুড়িয়া পট্টিতে দোতলা টিন সেটের পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
Published : 01 Dec 2024, 11:43 PM
বরিশাল নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় একটি ভোগ্যপণ্যের দোকান পুড়ে গেছে।
রোববার বিকালের পর নগরীর বাজার রোডের কাপুড়িয়া পট্টিতে দোতলা টিন সেটের পাঁচটি কক্ষ পুড়ে গেছে বলে বরিশাল সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন জানান।
বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, “শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
অগ্নিকাণ্ডে দোতলা টিন সেডের পাঁচটি ঘরে মজুদ রাখা জাফরান জর্দা, চা পাতা, কোমল পানীয়, চানাচুরসহ বিভিন্ন খাবার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, “আগুনে আনুমানিক ৩০ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।”