“তাদের কাছ থেকে দুটি যন্ত্রচালিত নৌকা, তিনটি ভারতীয় গরু ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয়।”
Published : 18 Aug 2024, 08:20 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে গরু পাচারকালে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জামান জানান, শনিবার গভীর রাতে রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ধার থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিজিবি।
আটকরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখর ছেলে আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল মহলদারের ছেলে রনি মহালদার (১৭) এবং মেনাউল মহলদারের ছেলে ওলিল মহালদার (১৮)।
মনির-উজ জামান বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে তিনটি যন্ত্রচালিত নৌকা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে থামার নির্দেশ দিলে একটি নৌকা ভারতীয় সীমানায় পালিয়ে যায়। বাকি দুটি নৌকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।”
এ সময় তাদের কাছ থেকে দুটি যন্ত্রচালিত নৌকা, তিনটি ভারতীয় গরু ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয় বলে এ বিজিবি কর্মকর্তা জানান।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, আটক ব্যক্তিরা ভারতীয় গরু চোরাকারবারি। তারা নিয়মিত বাংলাদেশের ভেতরে গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করত।”
এ বিষয়ে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মনির-উজ জামান।