জালিয়াতির মাধ্যমে এক কৃষকের জমি হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করায় ২০১৮ সালের ৩ জুলাই খুন হন মতিন মাস্টার।
Published : 03 Aug 2023, 05:59 PM
পাঁচ বছর আগে ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী বৃহস্পতিবার বিকালে এ মামলার য় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ, ইদ্রিস আলী। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন রুবেল, দুলাল মিয়া। তাদেরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
জালিয়াতির মাধ্যমে এক কৃষকের জমি হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করায় ২০১৮ সালের ৩ জুলাই খুন হন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটিপাড়া জামতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, যিনি এলাকায় মতিন মাস্টার হিসেবে পরিচিত। তার ছেলে মাহমুদুল হাসান মামুন পরে এ মামলা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি পিযূষ কান্তি সরকার বলেন, “রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”