ঈদে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ৩ দিনের ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় তিন দিনের ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 01:19 PM
Updated : 6 July 2022, 01:19 PM

চাঁপাইনবাবঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, বুধবার বিকাল সাড়ে ৪টায় ২০টি গরু নিয়ে এই বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে গেছে। পৌঁছাবে বৃহস্পতিবার সকালে।

“আগামী শুক্রবার পর্যন্ত চালানো হবে এই ট্রেন। তবে চাহিদা থাকলে আরও একদিন বাড়ানো হতে পারে।”

শহীদুল জানান, চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে যাওয়ার পর রাজশাহীসহ ছয়টি স্টেশনে বিরতি দেবে ট্রেনটি। ওইসব স্টেশন থেকেও পশু তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট ও রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া হবে ১১ হাজার ৮৩০ টাকা। এর পরের তিনটি স্টেশন থেকে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি ঢাকা পৌঁছাবে ১২ ঘণ্টায়।

পশুর সঙ্গে এর মালিকরাও ট্রেনে গন্তব্যস্থলে যেতে পারবেন বলে শহীদুল জানান।