খুলনায় স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 02:57 PM
Updated : 5 July 2022, 03:42 PM

একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

খুলনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মাহবুবুর মোড়ল জেলার ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের সিরাজ মোড়লের ছেলে।

মাহবুবুর পলাতক রয়েছেন।

আদালতের পিপি মো. এনামুল হক মামলার নথির বরাতে জানান, হত্যাকাণ্ডের তিন বছর আগে মাহবুবুর মোড়লের সঙ্গে রেশমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এর জেরে প্রায়ই রেশমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন মাহবুবুর। ২০১৫ সালের ৩১ অগাস্ট সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে রেশমা ও এক বছরের শিশুমেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন মাহবুবুর।

পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের একদিন পর রেশমার বাবা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

একই বছর ৩১ ডিসেম্বর ডুমুরিয়া থানার ওসি মঞ্জুরুল আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মাহবুবুর মোড়লের বিরুদ্ধে।

পিপি বলেন, বিচার শেষে মাহবুবুরকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিল। আসামি ধরা পড়ার দিন থেকে সাজা শুরু হবে।