ডুবোচরে আটকা বাইকবোঝাই ফেরি উদ্ধার ৪ ঘণ্টা পর

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে পদ্মার ডুবোচরে আটকা পড়া বাইকবোঝাই একটি ফেরি চার ঘণ্টা পর উদ্ধার পেয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 03:08 PM
Updated : 27 June 2022, 03:16 PM

বেলা ২টার দিকে ফেরিটি উদ্ধার করা হয় বলে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ  জানান।

রোববার যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দিলে সেদিনই দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় প্রাণ হারান। প্রয়োজন ছাড়াও বেড়ানোর জন্য অনেকে সেতুতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালান। ফলে সেতুতে অনির্দিষ্ট কালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

সোমবার সকালে মোটরসাইকেল আরোহীরা জরুরি প্রয়োজনে ফেরিতে উঠতে বাধ্য হন।

ব্যবস্থাপক ফয়সাল বলেন, সকালে মোটরসাইকেলে পরিপূর্ণ হয়ে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যায়। লৌহজং টার্নিং পয়েন্টে তীব্র স্রোতে ডুবোচরে আটকা পড়ে কুঞ্জলতা। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফেরিটি উদ্ধার করা হয়।

নাব্য হ্রাস ও স্রোতে এই নৌপথে কয়েক বছর ধরে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ অধীর আগ্রহে পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় ছিলেন। কিন্তু মোটরসাইকেল আরোহীরা ফের কবে অনুমোদন পাবেন তা এখনও জানায়নি সেতু কর্তৃপক্ষ। তাছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে যাতায়াতকারী বাসগুলোও এখনও পদ্মা সেতু হয়ে চলাচলের রুট পারমিট পায়নি।