বরিশালের ট্রাকচালক রেজাউলকে হত্যা ‘পাওনা টাকা না পেয়ে’

বরিশালের ট্রাকচালক রেজাউল করিমকে ‘পাওনা টাকা না দেওয়ায়’ যশোরে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 03:48 PM
Updated : 24 June 2022, 03:48 PM

চালকের সহকারীকে গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার এই তথ্য দিয়েছেন।

মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের ইউনুস মিয়ার ছেলে রেজাউল করিমের (৪০) মরদেহ যশোরের পদ্মবিলা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ।

ঘটনার পর রেজাউলের স্ত্রী হাসিনা বেগম রেজাউলের সহকারী হৃদয় মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ তদন্তে নেমে কুমিল্লার চান্দিনা থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রেজাউলের ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম নথুরা গ্রামের জসিম মিয়ার ছেলে।

ওসি রূপান বলেন, গোপন খবর পেয়ে চান্দিনা পুলিশের সহায়তায় হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে পুলিশ ধারণা করেছিল, রেজাউলকে হত্যা করে তার ট্রাক নিয়ে পালিয়ে গেছে হত্যাকারী।

হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি রূপান বলেন, রেজাউলের কাছে হৃদয়ের কিছু টাকা পাওনা ছিল। টাকা চেয়ে না পাওয়ার ক্ষোভে বিশ্রাম করার সময় তাকে হত্যা করেন হৃদয়। পরে লাশ পুকুরে ফেলে দিয়ে ট্রাক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন