স্কুলের পথ থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 05:31 PM BdST Updated: 25 May 2022 05:31 PM BdST
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আট বছর আগে নবম শ্রেণির ছাত্রীকে স্কুলের পথ থেকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ কে এম নুরুল হুদা রুবেল জানান।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওই উপজেলারই একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১৪ সালের ২ আগস্ট সাইফুল তার সহযোগীদের নিয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে। ওই দিন সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।
ঘিওর থানার এসআই আবু তালেব ২০১৫ সালের ১৫ মার্চ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ধর্ষণ মামলায় সাইফুলকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া পর্নগ্রাফি আইনে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবীন মিয়া, মিলন মিয়া, মো. সাদ্দাম হোসেন, রবিন মিয়া, পলাশ হোসেন ও জসিম মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী নুরুল আমিন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
-
ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কর্তনে গ্রেপ্তার ১
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের