পন্টুনে জাহাজের ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত

বাগেরহাটে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় পন্টুনের লোহার খুঁটি একটি নৌকার উপর পড়ে মাঝির মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2022, 11:56 AM
Updated : 23 May 2022, 01:04 PM

সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পশুর নদের ঘষিয়াখালী নৌ-টার্মিনালে এই ঘটনা ঘটে।

পণ্যবোঝাই কার্গোটি আটক করেছে নৌ-পুলিশ; কার্গো চালকসহ নয় শ্রমিককে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

নিহত ফারুক খলিফা (৫৫) মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের প্রয়াত আলকাস খলিফার ছেলে।

বাগেরহাট নৌ-পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মোংলা থেকে এম ভি কাজী সোনিয়া-১ নামের একটি জাহাজ সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজটি পশুর নদের ঘষিয়াখালী পৌঁছলে নৌ-টার্মিনালের পন্টুনে আঘাত করে।

“এতে টার্মিনালের পন্টুনের একটি লোহার খুঁটি ভেঙে পাশে নোঙরে থাকা একটি নৌকার উপর পড়ে।”

শরীফুল জানান, খুঁটিটি নৌকার মাঝি ফারুক খলিফার উপর পড়লে তার মাথা থ্যাঁতলে যায় এবং তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নৌকাটিও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি তার নৌকায় বসে ভাত খাচ্ছিলেন।

এই মাঝি ঘষিয়াখালীর পশুর নদে নৌকায় মানুষ পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন বলে জানান শরীফুল।

তিনি আরও জানান, জাহাজটি আটক করা হয়েছে। ওই জাহাজের চালকসহ নয় জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।