‘পোশাকে আপত্তিতে’ তরুণী লাঞ্ছিত: ইসমাইল ৩ দিনের রিমান্ডে

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় আটক ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2022, 09:39 AM
Updated : 23 May 2022, 10:49 AM

নরসিংদীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহনাজ সিদ্দিকীর আদালত শুনানি শেষে সোমবার দুপুরে এই আদেশ দেয় বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই এইচএম হারুনুরজ্জামান জানান।

এসআই আরও জানান, ইসমাইল হোসেনকে নরসিংদী থেকে ভৈরব রেলওয়ে থানায় নেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য।

ইসমাইলের বিস্তারিত পরিচয় বলেনি পুলিশ।

বুধবার সকালে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার অপবাদ’ দিয়ে এক তরুণীকে লাঞ্ছিত করা হয়, পরদিন যার ভিডিও ছড়ায় নেট দুনিয়ায়।

ঘটনার তদন্তে নামে নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের প্রতিনিধি দল। তারা স্টেশনের সিসিটিভির ভিডিও দেখে ইসমাইলকে শনাক্ত করে। আর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে থানায় দেয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও কয়েকজন যুবক ওই তরুণীকে টানা-হেঁচড়া করছে। মেয়েটিকে এক তরুণ আগলে রাখার চেষ্টা করছেন। একপর্যায়ে কয়েকজন লোকের সহায়তায় মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে যান। এরপর কলাপ্সিবল গেট টেনে দেয় এক লোক।