‘বিচারপতি পরিচয়ে পুলিশ প্রটোকল’, চাঁদপুরে আটক

ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে ‘বিচারপতি পরিচয়ে পুলিশ প্রটোকল’ নেওয়ার অভিযোগে এক ব্যক্তি আটক হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2022, 01:40 PM
Updated : 20 May 2022, 01:40 PM

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। 

আটক মো. বিপ্লব প্রধান (৪০) উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। তিনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ব্যবসায়ী।

ওসি জানান, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মো. বিপ্লব প্রধান (৪০)। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধাও নেন।

“কুমিল্লার দাউদকান্দি পৌঁছালে সেখানকার ট্রাফিক পুলিশের কাছেও নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন।”

ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, উচ্চ আদালতের একজন বিচারপতি দাউদকান্দি হয়ে গাড়িতে করে মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে তার বাড়িতে যাচ্ছেন।

এরপর থানার পুলিশ কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন ওই ব্যক্তিকে প্রটোকল দেন বলে ওসি জানান।

“পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়ি গিয়ে বসতঘরের অবস্থাসহ অন্যান্য বিষয় দেখার পর সন্দেহ হয়। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তিনি বিচারপতি নন বলে স্বীকার করেন।”

এরপর সেখান থেকে বিপ্লবকে আটক করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে পুলিশ; এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।