পুলিশ জানায়, তিনটি এনজিওর সাহায্যে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম সরোয়ার বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।
উভয় আসামি পলাতক রয়েছেন।
আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার বরাতে জানান, ২০০৮ সালের ৭ এপ্রিল জয়পুরহাট ফাঁড়ির র্যাব সদস্যরা ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সুজন ও সুমনকে গ্রেপ্তার করে। পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা করে র্যাব।
অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে আদালত সুজনকে যাবজ্জীবন আর সুমনকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।
পিপি বলেন, আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছেন। ধরা পড়ার দিন থেকে তাদের সাজা কার্যকর হবে।