বান্দরবানে ত্রিপুরা নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বান্দরবান সদরে এক ত্রিপুরা গৃহবধূকে ধর্ষণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 06:04 PM
Updated : 16 May 2022, 06:04 PM

সোমবার বিকালে জেলা শহরে বালাঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. করিম জানিয়েছেন। 

গ্রেপ্তার ফরহাদ উদ্দিন চৌধুরী বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিরির বাসিন্দা। তার ফেইসবুক আইডিতে নিজেকে বান্দরবান সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক বলে উল্লেখ করেছেন তিনি।

এসআই করিম জানান, সোমবার সকালে ভিকটিমের স্বামী ধর্ষণের অভিযোগে থানায় একটি লিখিত আবেদন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে; বিকালে শহরে বালাঘাটা এলাকার লেমুঝিরি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের বান্দরবান সদর উপজেলা কমিটির সভাপতি চিংসাই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর নিয়ে জেনেছি ফরহাদ এক সময় ছাত্রলীগের বান্দরবান সদর ইউনিয়ন শাখার সহ-সম্পাদক ছিল। কিন্তু দুই মাস আগে নতুন কমিটি হয়েছে। তিনি এখন ছাত্রলীগের কোনো ইউনিটের দায়িত্বে নেই।”

বর্তমান কমিটির কেউ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো; এখন তিনি ছাত্রলীগের কেউ নয় বলে জানান তিনি।

গৃহবধূর স্বামী মামলায় উল্লেখ করেছেন, তারা সদর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। শনিবার গাছ কাটার জন্য দিনমজুরির কাজে রোয়াংছড়ি যান তিনি। তখন শহরে ভাইয়ের বাসায় স্ত্রীকে রেখে যান। ঘটনার দিন দুপরে ঘরে ঢুকে ফরহাদ তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

“ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখায়। রোববার সকালে আমাকে জানানোর পর মামলা করার সিদ্ধান্ত নিই।”

তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী ও তাদের দুই মেয়ে রয়েছে বলে মামলায় উল্লেখ করেন বাদী।

গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে নেওয়া হবে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই করিম।