নাটোরে গোয়ালে মিলল ৭০০ লিটার তেল

নাটোরে এক দোকানির বাড়ির গোয়ালঘর থেকে ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 04:02 PM
Updated : 16 May 2022, 04:02 PM

তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে সব তেল।

অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির বলেন, গোপন খবর পেয়ে সোমবার বিকেলে তারা জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালান। এ সময় দোকানটির মালিক উপজেলার চোমহন গ্রামের সিরাজুলের বাড়ির গোয়ালঘর থেকে ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।

“জিজ্ঞাসাবাদে সিরাজুল তার গোয়ালে তেল মজুদের কথা স্বীকার করেন।”

তানভির বলেন, “অবৈধ মজুদের অপরাধে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া উদ্ধার করা তেল সরকারি দামে বিক্রি করা হয়।”

অভিযানের সার্বিক সহায়তা করে বড়াইগ্রাম থানার পুলিশ।